ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে মারামারি-হানাহানি-কাটাকাটি কিছুই থাকবে না। সাধারণ মানুষ যেখানে জানমালের নিরাপত্তা পাবে সেখানেই ভোট দেবে। হিন্দুরাও নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।
ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ নির্বাচিত হলে ঢাকা-১১ আসনকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক প্রশাসন ও স্মার্ট এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
সরকারকে ইসলামী আন্দোলন নেতারা
জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন করছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ সমমনা সাত দল।
তারা বলেন, জুলাইয়ের রক্তের চাহিদা ছিলো দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী বিলোপের ব্যবস্থা করা। জনতার সেই চাওয়া পূরণের জন্যই আমরা পিআর পদ্ধতির প্রস্তাব করছি যাতে কোনদিনই দেশে স্বৈরতন্ত্র ফিরে না আসতে পারে। এসব দাবির প্রতি সরকারের উদাসীনতা গ্রহণযোগ্য না। গণদাবি উপেক্ষার পরিণতি কখনো ভাল হয় না।